তেরছ নয়নে ধনি হেরই বামে।
তহি নহি দেখল নাগর শ্যামে।।
চমকি উঠই তব চৌদিশে হেরি।
সখিগণ আড়ে নেহারত গোরি।।
যব নহি দেখল নাগর কান।
দুরহি দূরে গেও রখ সঞে মান।।
তবহি করই ধনি কত অনুবন্ধ।
হিয়পর জাগল সো মুখচন্দ।।
সখিরে পুছই তব কাঁহা মঝু নাহ।
কহইতে বাঢ়য়ে বিরহক দাহ।।
গোবিন্দদাস কহ কৈছন মান।
অবিচারে কাহে উপেখলি কান।।