তোর শরীরে দয়া নাই, থাউক থাউক তোর মিছা পিরীত ভাই। ধু
ছুঁইও না ছুঁইও না মোরে তুই, বড় ছি ছি তোর লাজ কানাই।
বারে বারে দাগা কর, ছি ছি তোর লাজ কানাই।
গোপনে করিলা পিরীত, তাই কিছু তোর মনে নাই।
কলঙ্কিনী করিয়া গেলি কোন্‌ ভাইখাকির শলা পাই।
নগরে বেড়াইয়া চাইলুম তোর সমান বেবুঝদার নাই।
হইয়াছস জগতের বৈরী তুই বন্ধুর পিরীতির লাগি।
হৃদে তোমার কালি, কপট মিচা মায়া মুখে ভাই।
সারা রাত গোঙাইয়াছিলা কোন কামিনীর লাগত পাই।
কহে শ্রীকমর আলি শুন কামিনী রাই।
এই ধন যৌবন দিল পরকে আপনা বানাই।