থর থর কাঁপই নাম শ্রবণে ধনী
দর দর লোচনে নীর।
জর জর অন্তর স্মরশর লাগল
ভাঁগল আগল ধীর।।
লোর সমারি কোরে মুখ রাখত
হেরি বদন সখী চাহ।
যাকর নাম কহলি তুহুঁ মঝু পত্র
তাকর রূপ শুনাহ।।
পিশুন বাণে বিকল মৃগী ঝুমত
তাহে জানি বাজল শেল।
তৈখনে রূপ সহ নাম শুনল ধনী
মরমে ভেদি রহি গেল।।
কাহে কি হবে কহি থির নাহি মানত
নববয়া লাজুকিনী বালা।
নীলকণ্ঠ কহে মনে মনে জাগই
মোহন নাম রসালা।।