থাকি থাকি থাকি বেথিত অন্তর
কান্দিয়া কান্দিয়া উঠে।
থির নাহি চিতে থাকিয়া বেথিত
যেমন আনল ছুটে।।
থোর দরশন থাকিত থোকিত
থির থির নাহি মান।
থাপিল তোমার যুগল চরণ
থল সে নাহিক জান।।
থির করি চিত থর থর করে
থাকি থাকি কেন কাঁদে।
থাকুক থাকুক তোমার পীরিতি
থির আর নাহি বাঁধে।।
থল না রাখিলে থুইবে খেয়াতি
থাকুক তোমার লেহা।
থির থির তাহে কহে বিনোদিনী
থাকি না রহল দেহা।।
থির করি চিত থাকহ গোকুলে
থারী সে হইয়া থাক।
চণ্ডীদাস কহে থল রাখ নাথ
গোপীর গুমান রাখ।।