থাক না মন একান্ত হয়ে। গুরু গোঁসাইর বাক লয়ে।।
চাতকের প্রাণ যদি যায় তবু কি অন্য জল খায়
ঊর্ধমুখে থাকে সদায় নব-ঘন জল চেয়ে।
তেমনি মন হলে সাধন সিদ্ধি হবে এই দেহে।।
এক নিরিখ দেখ ধনি সূর্যগত কমলিনী
দিনে বিকিশত তেমনি নিশিতে মুদিত রহে।
তেমনি যেন ভক্তের লক্ষণ একরূপে বাঁধে হিয়ে।।
বহু বেদ পড়াশুনা সম্বিতে পায় রে মনা সদা শিব যোগী সে না,
কিঞ্চিৎ ধ্যান করিয়ে শ্মশানে মশানে ফেরে কিঞ্চিতের লাগিয়ে।।
গুরু ছেড়ে গৌর ভজে তাতে নরকে মজে
দেখ না পুঁথি পাথি সত্য কি মিথ্যা কহে।।
মন তোরে বুঝাবো কত লালন কয় দিন যায় বয়ে।।