থীর নয়নে ধনি তুয়া পথ হেরইতে
কুসুম-পরাগ তহিঁ লাগি।
নয়নক আরকত বাঢ়ল অতিশয়
তাহে পুন যামিনি জাগি।।
মানিনি মিছই বাঢ়ায়সি মান।
কুঙ্কুম নখ-পদ গৈরিক অলকত
রোখে করসি সোই ভান।।
তুয়া আগে পুন পুন করিয়ে নিবেদন
ইহ সব মীছহিঁ মান।
নহ ত পরীখন করতহিঁ তুয়া আগে
সাঁচ কি মিছ ইহ জান।।
তুয়া বিনে শয়নে সপনে নাহি হেরিয়ে
তুয়া অনুগত হাম কান।
রাধামোহন-পহুঁ তুয়া পায়ে নিবেদয়ে
ইথে নাহি জানহ আন।।