থোরি বয়স ধনি ভাল মন্দ নাহি জানি
খেলই সহচরি সাথ।
বাট-ঘটিত তুয়া কামদ রূপ হেরি
দৈবে পড়ল পরমাদ।।
শুন মাধব, ইথে কাহে বোলসি আন।
ও অচপল-মতি পুন তাহে কুলবতি
নীচয়ে তুহুঁ সে নিদান।।
তাহে তুহুঁ সুমধুর মুরলি আলপলি
মুনি-জন-মোহন সোয়।
মুরলি-নিসান শ্রবণে যব পৈঠল
তবহিঁ চঞ্চল ভই রোয়।।
তবধরি জাগর ক্ষীণ কলেবর
দীন রজনি নাহি জান।
তুয়া প্রেম বিয়াধে জরিত ভেল অন্তর
কিছুই না শূনই কান।।
বরজ সুখাকর বোলয়ে সব জন
তাহে কাহে অকরুণ ভেল।।
রাধামোহন কহ অব যাই মীলহ
মরমে রহয়ে জানি শেল।।