দণ্ডে দণ্ডে তিলে তিলে গোরাচাঁদে না দেখিলে
মরমে মরিয়া যেন থাকি।
সাধ হয় নিরন্তর হেমকান্তি কলেবর
হিয়ার মাঝারে সদা রাখি।।
পলকে না হেরি তায় পাঁজর ধসিয়া যায়
ধৈরজ ধরিতে নাহি পারি।
অনুরাগের ডুরি দিয়ে ঘর হৈতে নিকসয়ে
না জানি তার কত ধার ধারি।।
সুরধুনী নীরে যেয়ে কুল দিব ভাসাইয়ে
অনল জ্বালিয়া দিব লাজে।
গৌরাঙ্গ সমুখে করি দেখিব নয়ান ভরি
বাসু নাহি চায় আন কাজে।।