দেখিয়া কুন্দলতা জটিলা উনমতা
পরম আনন্দে নাচয়ে।
ধরিয়া করি কোরে তিতিল আঁখি-লোরে
কুশল-বারতা পুছয়ে।।
ও মোর বাছনি সত্যহি কাহিনী
কহবি নিকটে মোহরি।
তো হেন কুলবীত জগতে নাহি কতি
হামারি বিশোয়াস তোহরি।।
গোপ-পুর ভরি যতহুঁ সুন্দরী
কাহুঁক না রহু লাজ।
তো হেন পতিব্রতী না দেখোঁ যতি সতি
ঘোষয়ে লখিমি সমাজ।।
হরষি কুন্দলতা ভরসি কহে কথা
কতহুঁ বিনয়ে বেভারয়ে।
চতুর শেখর জরতী অন্তর
কত যে যতনে সুধারয়ে।।