দেখিয়া যমুনা নদীর তরঙ্গ

দেখিয়া যমুনা নদীর তরঙ্গ
উঠিছে দারুণ ফেনা।
দেখিয়া নাগরী সকল গোয়ালী
লাগিল বিস্ময়পনা।।
কেমনে এ নদী যমুনা পেরাব
মোর মনে হেন লয়।
তরঙ্গ অপার বহিছে দুধার
হইছে সবার ভয়।।
কোন গোপীবলে কোন গোয়ালিনী
“এ বড়ি বিষম দেখি।
ইহার উপায় কি বুদ্ধি করিব
বলহ সকল সখি।।
কোন বা সাহসে যদি জালে নামি
ডুবিয়া মরিব তবে
উপায় হইলে তবে সে যাইবে
নহে বা কি আর হবে।।
কিসে পার হব না জানি সাঁতার
কেমনে যাইব পার।
* * * * * *
* * * * ।।”
বড়াই কহিছে চাহি রাধা পাশে
“শুনগো আমার বাণী।
কানুর চরণে বিনতি করহ
পার করে গুণমণি।।”
চণ্ডীদাস দেখি যমুনা তরঙ্গ
ইহার উপায় কই।
এই দরিয়াতে আনের শকতি
নাহিক কালিয়া বই।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ