দেখ দেখ ঝুলত নন্দ-কিশোর।
যমুনাক তীর কদম্বক কানন
বৃকভানু সুতা করি কোর।।ধ্রু।।
মাস শাঙন মেঘ-গরজন
ঝনন বরিখত বারি।
ঝলকে দামিনি ঠমকে কামিনি
শোভা উঠত উভারি।।
মউর চাতক ভ্রমর গুঞ্জত
হংস-কলকল জোর।
কীর সারস কোকিল ডাহূক
দাদুরী রব থোর।।
সকল সঙ্গিনি গায়ে রঙ্গিণি
বায়ে বহুবিধ তাল।
বিহরে নাগর সঙ্গে নাগরি
ঝুলত মন্দ রসাল।।
মল্লার মালব কেদার ভৈরব
গায়ে সখিগণ জোর।
মুরজ ঝাঁঝরি বীণ মন্দিরা
তাল গম্ভির ঘোর।।
সরস হিণ্ডোর রতনে সজ্জিত
তা পর গোরী শ্যাম।
শ্রীনন্দ-কুমার চরণ যুগল
আশ মোহন রাম।।