দেখ দেখ দেখ নিত্যানন্দ।
ভুবনমোহন প্রেম আনন্দ।।
প্রেমদাতা মোর নিতাইচাঁদ।
জগজনে দেই প্রেমের ফাঁদ।।
নিতাইর বরণ কনকচাঁপা।
বিধি দিছে রূপ অঞ্জলিমাপা।।
দেখিতে নিতাই সবাই ধায়।
ধরে কোল দিতে সবে বোলায়।।
নিতাই বলে বল গৌরহরি।
হরি বলে ঊর্দ্ধবাহু করি।।
নাচত নিতাই গৌররসে।
বঞ্চিত রাধাবল্লভ দাসে।।