দেখ দেখ ব্রজেশ্বরি-নেহ।
গোধন সঙ্গে বিজয় করু নিজ সুতে
কি করব না পায়ই থেহ।।ধ্রু।।
মুখ ধরি চুম্বন করতহিঁ পুন পুন
নয়নে গলয়ে জল-ধার।
স্তন-গত বসন ভীগি পড়য়ে ঘন
ক্ষীর-ধার অনিবার।।
বিনিহিত নয়ন বয়ন-কমল পর
যৈছন চান্দ চকোর।
দিন অবসানে কীয়ে পুন হেরব
অনুমানি হোয়ত বিভোর।।
কো বিহি অদভুত প্রেম ঘটায়ল
তাহে পুন ইহ পরমাদ।
ভণ রাধামোহন অনুদিন ঐছন
হোয়ত রস-মরিযাদ।।