দেখ না সখিনী মিলি ওগো সই
দেখ না সখিনী মিলি।
যমুনার কূলে কদম্বের মূলে
দোহেঁ করে রস-কেলি।।
দেখ না আসিয়া তোমারা গো সই
দেখ না আসিয়া তোরা।
দোঁহার চরিত অতি-অদভুত
দুহুঁ-রসে দুহুঁ ভোরা।।
একি অপরূপ হইল গো সই
একি অপরূপ হইল।
নাগর নাগরী প্রেমের আগরি
দোহেঁ দোহাঁ মিশাইল।।
দেখ না দোঁহার রীত ওগো সই
দেখ না দোহাঁর রীত।
নিমানন্দ দ্বিজ বংশী অনুজ
মজিল দোহাঁর চীত।।