দেখ সখি যুগল কিশোর।
সুশয়নে দুহুঁ ভেল ভোর।।
কলপ তলপ সুশোভন।
মঞ্জু কুঞ্জ পরম মোহন।।
ফুল সে ফুটিল সারি সারি।
দরশনে আপনা পাসরি।।
শারদীয়া নিশা ঝলমল।
বিথারয়ে চারু পরিমল।।
ভানুতনিতট নিরমল।
সুবিমল পরামৃত জল।।
তার তীরে তরু সুগঠন।
মূল বান্ধা মাণিক রতন।।
তাহে নিশবদ নিজ গণ।
দরশনে তৃষিত নয়ন।।
আশে পাশে হাসে সহচরী।
কুঞ্জজালে আঁখি মুখ ধরি।।
তছু পদ অরবিন্দ আশে।
সরব-আনন্দ রস ভাষে।।