দেবি কহে জটিলারে শুনহ বচন।
নিশিতে দেখিছি হাম কঠিন স্বপন।।
শ্যাম বামে বসিয়ে আছয়ে কমলিনী।
ইহার মঙ্গল লাগি আইনু তখনি।।
জটিলা প্রণাম করি কহে দেবি-পায়।
যাহাতে মঙ্গল হয় করহ উপায়।।
দেবি কহে আয়োজন করহ তুরিতে।
দিনমণি পূজি রাধাকুণ্ডের তীরে।।
অরুণপূজার আয়োজন দেওল রাণি।
আঁখি ঠারি সুবলেরে কহে সুবদনি।।
সুবল আইল তবে যমুনাক তীরে।
রায়ের আনন্দ হইল সুবলেরে হেরে।
আপন আপন বেশ পরি দোঁহ জন।
জল ভরি কুণ্ডে ধনি কয়ল পয়ান।
গোবিন্দদাস করু দুহু গুণ গান।।