দোতিক বচন না শুনল রাই।
আপন মনহি বিচারল তাই।।
কানুক কেশ তৃণ ধরু তছু আগে।
তবহুঁ সুধামুখি নহ অনুরাগে।।
কত কত বিনতি করিয়া কহ বাণী।
মানিনি চরণে পসারল পাণি।।
সুন্দরি দুর কর অসময় মান।
ইহ সুখসময়ে মিলহ বরকান।।
তেজিয়া নাগর ও সুখপুঞ্জে।।
ক্ষেম অপরাধ চলহ সোই ঠাম।
জ্ঞানদাস কহয়ে সময় অনুপাম।।