ধনি অনুরাগিনী রহিতে না পারে।
তুরিতে উঠিলা ধনি শ্যাম অভিসারে।।
সখি সাথে চলে পথে বিনোদিনী রাধা।
কানু অনুরাগে ধনি না মানয়ে বাধা।।
হংস-গমনী ধনি আইলা কুঞ্জবনে।
হরষিত হৈয়া রাই মিলল শ্যাম সনে।।
আগুসরি যাই শ্যাম রাই কর ধরি।
আহা মরি কত দুখ পেয়েছ কিশোরী।।
করে ধরি রাই লইয়া বসাইল বামে।
পীতবাসে মোছয়ে রাই মুখ ঘামে।।
শ্যাম বামে বৈঠল রসেরমঞ্জরী।
জ্ঞানদাসেতে মাগে চরণ মাধুরী।।