ধনি এতেক ভাবিয়া মনে আজ্ঞা দিলা সখীগণে
বলরাম বেশ সাজাইতে।
শ্বেত চন্দন আনি অঙ্গেতে মাখায়ে দেহ
শিঙ্গাটি আনিয়া দেহ হাতে।।
ভেক বদল করি যথায় আছয়ে বৈরী
যাব আমি তাহার নিকটে।
দেখিব কেমন জোর কেমনে রাখয়ে চোর
ধরিয়া আনিব তারে বাটে।।
আজ্ঞা পেয়ে সখীগণে শিঙ্গা আনি ততক্ষণে
বলরাম বেশ সাজাইল।
চন্দনে ঢাকিল গোরি না ঢাকিল কুচগিরি
কহে বলরাম প্যারী ভাবিত হইল।।