ধনি কহে –“দেখ বাহির দুয়ারে
কানু কি [আ]য়ল গেহা।
আজু সে রজনি সফল মানিয়ে
তবে সে সফল দেহা।।”
গিয়া এক সখী দেখল তুরিতে
নিসিতে লখিতে নারে।
“তুমি কোন জন বলহ বচন
কে বট রথের’পরে।।”
বিনতি আরতি অনেক প্রকারে
কাতর বচনে বলে।
* * * *
“কোথা না আছয়ে স্যামের প্রেয়সি
রাধা বলি তার নাম।
তাহারে দেখিতে মোরে পাঠায়ল
সো বর নাগর স্যাম।।”
স্যাম-পরসঙ্গ শুনিতে সে ধনি
অঙ্গ পুলকিত ভেল।
মৃত তরু যেন বারি ঢাড়ি পাল্যে
সে তরু মুঞ্জরি গেল।।
পুলকে পুরল স্যাম নাম শুনি—
“কহ কহ পুন বোল।
বহু দিন পর কানু নাম শুনি
তনু মুগধল মোর।।”
“শুনহ সুন্দরি নবিন কিশোরি
শ্রবন পরশি শুন।
মোরে পাঠায়ল তোমারে দেখিতে
কি রিতি দেখিবে হেন।।
কানুর আদর দেখিয়ে জেমন
কহিতে কহিব কতি ।
অনেক প্রকারে প্রবন্ধ বুঝাত্যে
আমি সে আইলুঁ ইথি।।
সে নব নাগর গুণের সাগর
তোমার বিরহে আধা।
সুইতে বসিতে দিগ নেহারিতে
সদাই দেখয়ে রাধা।।
তোমার বিরহে কাতর দেখিয়া
তেঞি পাঠায়ল মোরে।
দশমি দশার অবশেষ শুনি
কানু সে কাতর ভালে।।”
চণ্ডীদাস বলে– ঐছন দেখল
সে হরি কাতর বড়।
দোহে এক তনু ভিনু সে ভৈগল
বুঝিতে বিষম বড়।।