ধনি কানড় ছাঁদে বাঁধে কবরী।
নবমালতি মাল তহি উপরী।।
দলিতাঞ্জন গঞ্জ কলা কবরী।
খেণে ঊঠত বৈঠে উড়ী ভ্রমরী।।
ধনি সিন্দুরবিন্দু ললাটে বনী।
অলকা ঝলকে তহিঁ নীলমণী।।
তহি গণ্ডে কুণ্ডল অলক-পাতা।
ভুরু ভঙ্গিম চাপ ভুজঙ্গলতা।।
নয়ানঞ্চল চঞ্চল খঞ্জরিটা।
তহি কাজর শোভিত নীলছটা।।
তিলপুষ্প সমান নাসা ললিতা।
কনকাতি ভাতি ঝলকে মুকুতা।।
ধনি সুন্দর শারদ ইন্দুমুখী।
মধুরাধর পল্লব বিম্বু লখী।।
গলে মোতিমহার সুরঙ্গ মালা।
কুচকাঞ্চন শ্রীফল তাহে খেলা।।
নবযৌবন ভার ভরে গুরুয়া।
তঁহি অঙ্গে সুলেপন গন্ধ চুয়া।।
খিণ উদর পাশে শোভে ত্রিবলী।
কটি কিঙ্কিণী জানু হেম কদলী।।
পদপঙ্কজ পাশে শোভে আলতা।
মণিমঞ্জির তোড়ল মল্ল পাতা।।
নখচন্দ্রছটা ঝলকে অনুপাম।
হেরিয়া চরণে মুরছি পড়ে কাম।।
হামারি হরিল মন পরাণী।
গোবিন্দদাসিয়া যাউ নিছনি।।