ধনি ! মোর বোলে কর অবধান ।
বুঝলু মনের সনে তুয়া বিনে ত্রিভুবনে
জুড়াইতে নাহি মোর স্থান।।
তোহারি সে নামগুণ জানি আমি পনপুন
তুয়া রূপ সদাই ধেয়াই।
প্রাণের অধিক তুমি তোমার অধীন আমি
ইহাতে অন্যথা কিছু নাই।।
চিরদিনে মুখ তোর নিরখিয়া চিত্ত মোর
না জানি উপজে কত সুখ।
পালটিতে নারি আঁখি যবে তোমা নাহি দেখি
বিদরিতে চাহে মোর বুক।।
সাধিয়া হয়্যাছি সিধি তাই তোমা গুণনিধি
পুন বিধি করিল মিলন।
নরোত্তম দাসে কয় শুন পহু মহাশয়
রসবতী তোহারি জীবন।।