ধনি সহজে রাজার ঝি।
ঘরেরে বাহির কখন না হয়
আমার দেখিয়াছি ।।ধ্রু।।
তাহাতে রজনি কানন মাঝারে
করয়ে কমলশেজ।
মিনতি করিয়া প্রিয় সখিগণে
কানুক উদ্দেশে ভেজ।।
সবহুঁ রজনি নিন্দ নাই ধনি
রতন পালঙ্ক পরে।
সে যে কমলিনী জাগয়ে যামিনী
নিমিখ না দেই ডরে।।
কর পদতলে ও থল-কমল
নুনির পুতলি দেহ।
সে যে সুকুমারি কান্দয়ে গুমরি
এত না সহিবে কেহ।।
এ ঘর বাহির করে কত বার
কপট শঠের আশ।
এতহুঁ বিপদ সহিতে না পারি
ধায় কানুরাম দাস।।