ধনী চলি আওল নিভৃত কুঞ্জে।
কঙ্কণ ঝনঝন মধুকর গুঞ্জে।।
কৈছে যাওব সখি গো পিয়া পাশ।
হাম অতি মানিনী জনি হয় হাস।।
কবহু না করব বদন পরসাদ।
প্রতিকূল মদন করয়ে জনি বাদ।।
সো রতি লুবধ পরশে যদি অঙ্গ।
তব বিধি না জানি করয়ে কোন রঙ্গ।।
কহে হরিবল্লভ জনি কর মান।
বল্লভ সোই মূরতি পাঁচ বাণ।।