ধনী তুমি রাজার যোগানি যদি।
যমুনার ধারে বল বারে বারে
ভয়ে শুখাইবে নদী।।
কংসের বড়াই মোর কাছে নাই
তাথে কিবা মোর হয়।
আমি শিশুমতি তোমরা যুবতি
দেখিঞা লাগিছে ভয়।।
তোমা হেন নিধি মিলাইল বিধি
কি ধন মাগিব আর।
সরল হইঞা নাএ চাপসিঞা
অমনি করিব পার।।
তোমার লাগিঞা তটে তরী লঞা
বেলা গেল মিছা পাকে।
দীনবন্ধু কর বিলম্ব না সয়
ও পারে মানুষ ডাকে।।