ধনী সাজত শ্যাম মনোহর বেশ।
কসি কানড় ছান্দে বান্ধাওল কেশ।।
সিঁথি সিন্দূর চন্দন-বিন্দুছটা।
রবিমণ্ডল বেঢ়ল চান্দ ঘটা।।
মৃগনাভি-বিচিত্রিত গণ্ড দুকূল।
বর বেশর লম্বিত নাসিক মূল।।
ঘন কুঙ্কুম চন্দন লেপি কুচভার।
তহি শোভিত সুন্দর মোতিম হার।।
কর-কঙ্কণ হেরি অনঙ্গ বিভোর।
কটি কিঙ্কিণী মণ্ডিত নীল নিচোর।।
পদ-পঙ্কজ রঞ্জিত যাবক রঙ্গ।
দীনবন্ধু নেহারি প্রফুল্লিত অঙ্গ।।