ধরিয়া মায়ের কর নাচে ভাল নটবর
দধিদুগ্ধ সর ননী লোভে।
শ্যামসুন্দর তনু লাগিয়াছে তাহে রেণু
জলবিন্দু মেঘে যেন শোভে।।
হরি-মুখ চাহি রাণী আনন্দে কহয়ে বাণী
নাচে ভাল মোর যাদুমণি।
হের আইস নন্দরায় আনন্দ বহিয়া যায়
দেখ নিজ সুতের নাচনি।।
শশী জিতি ওই মুখ দেখিঞা সভার সুখ
আর নাচ বলে বারবার।
হেন কালে নন্দ আসি চুম্ব খায় রাশি রাশি
সুখ পাইয়া পরম অপার।।
গোপ গোপী চারিভিতে আনন্দ পাইয়া চিতে
দেখে নৃত্য সভে যাদুয়ার।
গোকুলচন্দ্রের বাণী শুনো ওগো নন্দরাণি
নাচে কানু প্রাণ সভাকার।।