ধাইয়া আইল নন্দরাণী কেশ নাহি ঢাকে।
বাছার মুখের বেণু তোরে কেন ডাকে।।
কানাইর মুখের বেণু শুনিয়া বলাই।
মাতল রোহিণী-সুত ডাকে ভাই ভাই।।
শিঙ্গা-রবে বোলে কেনে ডাক রে কানাই।
নিকটে যাইছি আমি আর ভয় নাই।।
ঘনরাম দাস বোলে শুন যশোমতি।
জাননা এমতি হয় রাখালের পিরীতি।।