ধাতু প্রবাল দল পরি গুঞ্জাফল
ব্রজ বালক সঙ্গে সাজে।
কুটিল কুন্তল বেড়ি মণিমুকুতার ঝুরি
কটিতটে ঘুংঘুর বাজে।।
নাচত মোহন বাল গোপাল।
বরজ বধূ মেলি দেওই করতালি
বোলই ভালি রে ভাল।।
নন্দ উপানন্দ যশোমতি রোহিণী
আনন্দে সুত মুখ চায়।
অরুণ দৃগঞ্চল অঞ্জনে রঞ্জিত
হাসি হাসি দশন দেখায়।।
বংশী কহই সব ব্রজরমণীগণ
আনন্দ সায়রে ভাস।
হেরইতে পরশিতে লালন করইতে
স্তনখীরে ভীগল বাস।।