ধায়ল বিরহিণি কালিন্দি-রোধ।
সহচরি বচনে না মানে পরবোধ।।
মাতল করিনি যৈছে গতি ধাব।
ঐছে চললি কোই লাগি না পাব।।
অতি দুরবল পুন পড়ি সোই ঠাম।
মুরছিত হই তহিঁ হরল গেয়ান।।
শ্রবণে বদন দেই কহে শ্যাম-নাম।
চেতন পাই কহে কাহাঁ ঘনশ্যাম।।
সখিগণ লেই করু কুঞ্জ পরবেশ।
চম্পতিপতি হেরি তনু ভেল শেষ।।