নগরে কুলটা আমি হইলাম গো যার লাগিয়া।
সে কি আমায় ভুলতে পারে লোকের কথা লইয়া গো।।
ব্রজপুরে ঘরে ঘরে দোষী সবে বলে মোরে গো।
শ্যামপিরীতে কলঙ্কিনী জগত জুড়িয়া গো।।
জাতি কুল সবই দিলাম তবু বন্ধের মন না পাইলাম গো।
প্রাণ দিয়া পাবনি মোর কঠিন কালিয়া গো।।
শ্যামের প্রেমে সুখ হল না দিয়া গেল প্রতারণা গো।
আসবে বলে গেল বন্ধু আইল না ফিরিয়া গো।।
ভুল্‌ছে বন্ধে ভুলোক মোরে আমি না ভুলিমু তারে গো।
বিচ্ছদ জ্বালা রবে মনে যাই যদি মরিয়া গো।।
রিয়াছত বলে মরি যদি কেঁদে কেঁদে নিরবধি গো।
প্রাণ বন্ধু আসে যদি কইও বুঝাইয়া গো।।