নদীয়া নাগরী সারি সারি সারি
চলিলা গঙ্গার ঘাটে।
হেন রূপছটা যেন বিধুঘটা
গগন ছাড়িয়া বাটে।।
শচীর নন্দন করয়ে নর্ত্তন
সঙ্গে পারিষদ লৈয়া।
দেখিবার তরে সুরধুনীতীরে
আইলা আকুল হৈয়া।।
গলিত অম্বর তাহা না সম্বর
কাহারু গলিত বেণী।
যেন – চিত্রের পুতলী রহে সভে মেলি
দেখে গৌর গুণমণি।।
ও রূপ মাধুরী দেখিয়া নাগরী
সভাই বিভোর হৈয়া।
অঙ্গ পরিমলে হইয়া চঞ্চলে
পড়িতে চাহে উড়িয়া।।