ননদি মোর কৃষ্ণ নিধি ভাবে যারে মহেশ বিধি
হেন নিধি চিনিলি না নয়নে।
সমুদ্রে করিয়া বাস তবু না হলো বিশ্বাস
পিয়াসাতে মরিলি পরাণে।।
ননদি মোরে ছাড়ি দেহ মিথ্যা ধরিবে দেহ
অগ্রগামী হয়েছে পরাণ।
এত শুনি কুটিলে ক্রোধে অগ্নি হেন জ্বলে
নিজ গৃহে করল পয়ান।।
মন দুখে মৌন হয়ে লয়ে সহচরি।
বৃন্দাবনে প্রবেশিলা রসের মঞ্জরি।।
বিনোদ-বিহারী ধনি বিনোদিনীর করে।
কি হেতু মলিন দেখি ও মুখ ইন্দুবরে।।
সর্ব্বদা চঞ্চল অতি না জানি কারণ।
বিশেষে করিয়া বল শুনি সে কারণ।।
শুনিয়া কহেন রাই নিবেদি চরণে।
আসিবার কালে দেখা কুটিলার সনে।।
না জানি কপালে আজি কি আছে আমার।
তে কারণে ভাবি আমি কি বলিব আর।।
শুনিয়া কহেন শ্যাম সহাস্য বদনে।
কি হেতু করহ চিন্তা সামান্য আয়ানে।।
গোবিন্দদাস দেখি হইল বিস্ময়।
যে নামে ভবভয় যায় তার আয়ানে কি ভয়।