নন্দের বাড়ী তমাল গাছি
কনক লতায় বেড়া।
… … …
কালা কলেবর পীত বসন
গৌর কলেবর নীরে।
(কনক অষ্ট দলে অমিয়া সাগর
ভাসল মত্ত অলিকুলে ।।)
একশিরে শোভে মেঘের মালা
আর শিরে ইন্দ্রধনু।
এক কপালে শশধর শোভিত
আর কপালে শোভে ভানু।।
এক মুখে অমিয়া বরিখে
আর মুখে বায় বেণু।
জ্ঞানদাসের মন অনুখন ‘ভাণই’
রাধার পরাণ কানু।।