নবদ্বীপে শুনি সিংহনাদ।
সাজল বৈষ্ণবগণ করি হরি সংকীর্ত্তন
মূঢ়মতি গণিল প্রমাদ।।ধ্রু।।
গৌরচন্দ্র মহারথী নিত্যানন্দ সেনাপতি
অদ্বৈত যুদ্ধের আগুয়ান।
প্রেমডোর ফাঁস করি বান্ধিল অনেক ঐরি
নিরন্তর গর্জ্জে হরিনাম।।
শ্রীচৈতন্য করে রণ কলিগজে আরোহণ
পাষণ্ডদলন বীরবানা।
কলিজীব তরাইতে আইল প্রভু অবনীতে
চৌদিগে চাপিয়া দিল থানা।।
উত্তম অধম জন সবে পাইল প্রেম-ধন
নিতাই চৈতন্য কৃপা লেশে।
সমুখে শমন দেখি কৃষ্ণদাস বড় সুখী
না পাইয়া প্রেমের উদ্দেশে।।