নবীন কালিয়ার রূপ দেখ গো আসিয়া।
দেখ গো আসিয়া সখি দেখ গো আসিয়া।।
গেছিলাম যমুনার জলে কলসী লইয়া।
দু নয়ান জলে নিল আমার কলসী ভাসাইয়া।।
যে যাইব জলের ঘাটে নতুন যৌবন লইয়া।
ঐ বন্দের চরণে দিব কুল মান সপিয়া।।
আবলু হুছনে বলে সেরূপ না পাইয়া।
নয়ানের পলক বাদী দেখিলাম ভাবিয়া।।