নবীন কিশোরী মেঘের বিজুরি

নবীন কিশোরী মেঘের বিজুরি
চমকি চাহিয়ে গেল।
সঙ্গের সঙ্গিনী সকল কামিনী
ততহি উদিত ভেল।।
সই, জনমিয়ে দেখি নাই হে নারী।
রঙ্গিম ভঙ্গিম ঘন সে চাহন
গলে সে মোতিম হারি।।
অঙ্গের বসন ঘুচায়ে কখন
সঘনে ঝাঁপয়ে তাই।।
মনে সহিতে মরম কৌতুকে
সখীর কাছেতে যাই।
হাসির চাহনি দেখালে কামিনী
পরাণ হারানু ভাই।।
চলন ভঙ্গিম অতি সুরঙ্গিম
চাপটিলে জীবন মোর।
অঙ্গুলির আগে। চাঁদ যে ঝলকে
পড়িছে উথলি জোর।।
চাহে বাহা পানে বধয়ে পরাণে
দারুণ দরশি তার।
হিয়ার ভিতরে কাটিয়া পাঁজরে
বিঁধিলে বাণ যে জার।।
জর জর হিয়া রহিল পড়িয়া
চেতন নহিল মোর।
চণ্ডীদাস কহে ব্যাধি সমাধি নহে
দেখিয়া হইলাম ভোর ।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ