নব ঘন কানন শোভিত কুঞ্জ।
বিকশিত কুসুমে শোভা অতি পুঞ্জ।।
নতুন পল্লব-শোভিত ডাল।
শারি শুক পিক তহি বোলত রসাল।
তহি বলি অপরূপ রতন-হিণ্ডোর।
তহি পর বৈঠল কিশোরি কিশোর।।
ব্রজরমণীগণ দেত ঝকোর।
গীরত জনি ধনি করতহি কোর।।
কত কত উপজত রস-পরসঙ্গ।
গোবিন্দদাস দেখত তহিঁ রঙ্গ।।