নাগর নাগরী মুখ হেরাহেরি
কর ধরাধরি করি।
নিকুঞ্জ হইতে সহচরী সাথে
সরসে হরয়ে ভরি।।
বাহির অঙ্গনে আসি।
আদিত উদিত দেখি চমকিত
নিশি নাহি মনে বাসি।।ধ্রু।।
আপন ভবন গমন কারণ
মন উচাটন হৈয়া।
দুহুঁ দোহাঁ হেরি অঙ্গের মাধুরী
রহে অনিমিখে চায়্যা।।
বিসরল গেহ দেহ নহে থির
নেহ বড় পরবীণ।
রাধা মাধবের পিরীতি পাথারে
সরব-আনন্দ মীন।।