নানাবর্ণ রূপ ধরে বিষ্ণু চক্রপাণি। তা দেখি মোহিত হৈল রাধা কমলিনী। ধু
চামর জিনিয়া কেশ কপালে তিলক বেশ নব ইন্দু ললাটে জিনিছে।
ইন্দ্র ধনু জিনি ভুরু প্রাতঃ সূর আঁখি চারু শুক চঞ্চু নাসা এ নিন্দিছে।
মুখে পূর্ণশশী ক্ষীণ অধর বান্ধুলী পীন দন্তে বীজ দাড়িম্ব নিন্দিল।
কণ্ঠ দেখি কম্বুধরে হ্রদ সিন্ধু সরোবরে যুগভুজে বাসুকী গঞ্জিল।
সিংহ জিনি কটি সাজে কিঙ্কিণী চলিতে বাজে রুনু ঝুনু শুনি মোহে মুনি।
নানা আভরণ পরি মোহন ভঙ্গিমা করি হেন রূপে হরে জগত্রাণি।
গাহে আলি রাজা হীনে সার সেই রূপ বিনে আনরূপে নাবান্ধিমু চিত।
শুন হর ত্রিলোচনে জ্যোতি দিয়া আঁখি সানে রাখ সার রূপেতে মোহিত।