নারীরূপ ধরি যদি যেতে পার শ্যাম।
তবে সে ভাঙ্গিতে পারে মানিনীর মান।।
নাগর কহত বৃন্দে ক্ষতি কিহে তায়।
নাগরী বেশ তবে বনাহ আমায়।।
নাগরে সাজায়ে দিল নাগরী বেশ।
বেণী বনায়ল চাঁচর কেশ।।
কুণ্ডল খুলি কর্ণে ফুল পরাইল।
সীমন্তে সিন্দুরবিন্দু শোভা ভালে হইল।।
কেশর মৃত্তিকা আনি মাখাইল অঙ্গে।
স্বর্ণচুড়ি হাতে দিল কঙ্কণ সঙ্গে।।
পয়োধর করি দিল কদম্ব-কেশরে।
নীলসাড়ী পারইল ধড়া করি দূরে।।
চরণে আলতা পাতা নূপুর বাজে।
রাধানামে বিদেশিনী বীণাযন্ত্র সাজে।।
গোবিন্দদাসে কহে যাই বলিহারি।
মনে লাগি বিদেশিনী সাজল মুরারি।।