নাহ জাগাই চমকি ধনী বৈঠল
জানি রজনি অবশেষ।
চন্দন অলক তিলক শিখিচন্দ্রক
দেই বনাওল বেশ।।
দুহুঁ দরশনে দুহুঁ ভোর।
সিন্দূর কাজরে সাজি রাই মুখে
চুম্বই নন্দকিশোর।।
আদর সাধ রভস রস কৌতুকে
দুহুঁ তনু যৌতুক দেল।
যত যত বিপদ বিরহ-দুখ চিরদিন
চপল সপন সম ভেল।।
অরুণ উদয় হেরি নাগর নাগরি
থরহরি কাঁপই দেহ।
দীনবন্ধু ভণ তুরিতহিঁ দুহুঁ জন
পৈঠল নিজ নিজ গেহ।।