না কহ না কহ সখি না কহিও আর।
সকল ছাড়িয়া যারে সার করিয়াছি গো
সে ত না হইল আপনার ।।ধ্রু।।
কুল শীল তেয়াগিয়া যার নাম ধেয়াইয়া
জাগি নিশি বসিয়া কাননে।
সে জন আমারে ছাড়ি আনে বিলসয়ে গো
এত কিয়ে সহয়ে পরাণে।।
আমি ত অবলা জাতি আর তাহে কুলবতী
আমরা কি প্রেম অনুরাগী।
কত প্রেমবতী সনে তাহারি বিলাস গো
সে কেনে মরিবে মোর লাগি।।
শুনিয়া কহয়ে দূতী করযোড়ে কর নতি
ক্ষেম ধনি সব অপরাধ।
কানুরাম দাসে কয় মিলন উচিত হয়
প্রেমে পড়িবে পাছে বাদ।।