না জানে পীরিতি যারা নাহি পায় তাপ।
পরবশ পীরিতি আঁধার ঘরে সাপ।।
সই,পীরিতি বড়ই বিষম।
না পাই মরমী জনা কহি যে মরম।।
গৃহে গুরুগঞ্জন কুবচনজ্বালা।
কত বা সহিবে দুখ পরাধীন বালা।।
পীরিতি-বেয়াধি যদি অন্তরে সামাইল।
ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।।
চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম।
জীয়ন্তে মরণ করে লউক শমন।।