না যাইমু মুই মথুরার হাটে নৌকা ফিরাইয়া দে । ধু
মুই অভাগিনী নৌকাতে চড়িলুম কানাইয়া ধরিল খেবা।
হেনহি সময়ে মোর বৈরী হয়ে চলিল মলয়া দেবা।
একে আভাঙ্গা নাও কিবা বইটা বাও চৌদিকে উঠে পানি।
এহা কি পরিহাস জাতি কুল নাশ ধনে প্রাণে হইলুম হানি।
দধি দুগ্ধ মোর যতেক আছিল সব হইল ঘোল।
যেই ঘাটে কানাই নৌকাতে চড়িলুম সেই ঘাটে নিয়া মোরে তোল।
শুন শুন রাই তোমারে বুঝাই পীর মোহাম্মদে বলে
এই ঘাট পার হইয়াছ বার বার মথুরা যাইবার ছলে।