নিজালয়ে সখী লয়ে
চলে সুধামুখী।
প্রেমানলে হিয়া জ্বলে
ছলছল আঁখি।।
অঙ্গের বসন খসয়ে সঘন
বুকে দুঃখ ভরা।
মুখে কথা কহিতে বেথা
হইলা বাউলি পারা।।
ধনীর ধরম দেখিয়া মরম
কহিল সকল সখী।
গোপত কথা বেকত কর
হেন তোমায় দেখি।।
শীতল বুকে থাক সুখে
তাপ তুলিছ কেনে।
হিয়া ভরি খেলবি নারী
পিয়া লইয়া বনে।।
সখীর বাণী শুনিয়া ধনী
আশ বান্ধিল চিতে।
শেখর লইয়া ঘরে গিয়া
বসিলা বুড়ীর ভিতে।।