নিতাই রঙ্গিয়া মোর নিতাই রঙ্গিয়া।
পূরব বিলাস রঙ্গী সঙ্গের সঙ্গিয়া।।
কঞ্জ নয়নে বহে সুরধনী যারা।
নাহি জানে দিবা নিশি প্রেমে মাতোয়ারা।।
চন্দন চরচিত অঙ্গ উজোর।
রূপ নিরখিতে ভেল জগমন ভোর।।
আজানুলম্বিত ভুজ করিবর শুণ্ডে।
কনকখচিত দণ্ড দলন পাষণ্ডে।।
শির পর পাগড়ি বান্ধে লটপটিয়া।
কটি আঁটি পরিপাটি পরে নীল ধটিয়া।।
দয়ার ঠাকুর নিতাই অবনী প্রকাশ।
শুনিয়া আনন্দে নাচে পরসাদ দাস।।