নিতিই নূতন পীরিতি দুজন
তিলে তিলে বাড়ি যায়।
ঠাঁই নাহি পায় তথাপি বাড়ায়
পরিণামে নাহি ক্ষয়।।
সখি হে অদভুত দুঁহু প্রেম।
এত দিন ঠাঁই অবধি না পাই
ইথে কি কষিল হেম।।
উপমার গণ সব কৈল আন
দেখিতে শুনিতে ধন্দ।
এ কি অপরূপ তাহার স্বরূপ
সবারে করিল অন্ধ।।
চণ্ডীদাস কহে দুঁহু সম নহে
এখানে সে বিপরীত।
এ তিন ভূবনে হেন কোন জনে
শুনি না দরবে চিত।।