নিদ্রা অচেতন রাণী কিছুই না জানে।
চেতন পাইয়া পুত্র দেখিল নয়নে।।
রোহিণীকে বোলাও তুলা তুঙ্গ করবি
হের দেখসিয়া আসি বালকের ছবি।
এ কথা শুনিয়া নন্দ আনন্দিত মন।
একে একে চলিলেন সূতিকা ভবন।।
কত কোটী চন্দ্রের হইল উদয়ে।
হেরিয়ে বালকের রূপ আনন্দ হৃদয়ে।।
হেরিয়ে অপরূপ আনন্দ উল্লাস।
কৃষ্ণচন্দ্র-জন্ম কহে গোবিন্দদাস।।