নিশ্চয় করিয়া কহনা কথা।
তুমি সে তাহারে দেখেছ কোথা।।
কানু কহে এক নবীনা নারী।।
আমার পরাণ লইল হরি।।
কালিয় দমন করিয়ে যবে।
আনি সে তাহারে দেখেছি তবে।।
গোচারণে যাই তোদের সাথে।
যমুনা সিনানে যায় সে পথে।।
গোঠ হতে ঘরে ফিরিয়া আসি।
মন্দির উপরে ছিল সে বসি।।
হাস পরিহাস সখীর সনে।
হেরিয়া সোয়াথ না পাই মনে।।
হেরিয়া তাহার বদন চান্দে।
পরাণ পুতলি সদাই কান্দে।।
কহিতে একথা সুবল আগে।
এ নিমানন্দের মরমে জাগে।।